সাজেশন

জুলাই-ডিসেম্বর ২০১৮ সেশনের সাজেশন

প্রাথমিক ধারনা
০১. কম্পিউটার কী? কম্পিউটার কত প্রকার ও কি কি?
০২. কাজের ধরন ও প্রকৃতির উপর ভিত্তি করে কম্পিউটার কত প্রকার ও কি কি?
০৩. আকার, আয়তন ও ক্ষমতার উপর ভিত্তি করে কম্পিউটার কত প্রকার ও কি কি?
০৪. কম্পিউটারের প্রজন্ম কী? কম্পিউটারের প্রজন্ম কয়টি ও কি কি?
০৫. অ্যাবাকাস কি?
০৬. চার্লস ব্যবেজ কে ছিলেন? তাকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কেন?
০৭. জর্জ বুল কে ছিলেন? কম্পিউটার প্রযুক্তিতে তার অবদান কি?
০৮. কম্পিউটারের কয়েকটি বৈশিষ্ট্য লিখ।
০৯. কম্পিউটার বাস (Bus) বলতে কি বুঝায়?

সফটওয়্যার
০১. সফটওয়্যার কী? সফ্টওয়্যার কত প্রকার ও কি কি?
০২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? কয়েকটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম লিখ।
০৩. সিস্টেম সফটওয়্যার কি? কয়েকটি সিস্টেম সফটওয়্যারের নাম লিখ।
০৪. মাইক্রোসফট অফিস কি? মাইক্রোসফট অফিস প্রোগ্রামের কয়েকটি ভার্সনের নাম লিখ।
০৫. মাইক্রোসফট কর্পরেশন কি? কোথায় অবস্থিত? প্রতিষ্ঠাতা কে?
০৬. ফার্মওয়্যার কী?
মেমরি
০১. মেমরি কী? মেমরি কত প্রকার ও কি কি?
০২. প্রধান মেমরি কি? প্রধান মেমরি কত প্রকার ও কি কি?
০৩. সহায়ক মেমরি কি? কয়েকটি সহায়ক মেমরির নাম লিখ।
০৪. র‌্যাম ও রম কি?
০৫. বিট ও বাইট কি?
০৬. মেমরির এককগুলো লিখ।
০৭. নিবল বলতে কি বুঝায়?
০৮. মেমরি পঠন (Read) বলতে কি বুঝায়?
০৯. মেমরি পঠন (Write) বলতে কি বুঝায়?

হার্ডওয়্যার
০১. হার্ডওয়্যার কী? কম্পিউটারের হার্ডওয়্যাককে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
০২. ইনপুট ডিভাইস কি? কয়েকটি ইনপুট ডিভাইসের নাম লিখ।
০৩. আউটপুট ডিভাইস কি? কয়েকটি আউটপুট ডিভাইসের নাম লিখ।
০৪. মাদারবোর্ড কি?
০৫. মাইক্রোপ্রসেসর কি?
০৬. হার্ডডিক্স কি?
০৭. পাওয়ার সাপ্লাই কি?
০৮. CD & DVD কি?
০৯. CD/DVD Drive কি?
১০. প্রোজেক্টর কি?
১১. ওয়েব ক্যামেরা কি?
১২. মাইক্রোফোন কি?
১৩. সি.সি ক্যামেরা কি?
১৪. স্কানার কি?
১৫. কী-বোর্ড কি?
১৬. কী-বোর্ডের কয়টি অংশ থাকে ও কি কি?
১৭. মনিটর কি?
১৮. প্রিন্টার কি? প্রিন্টার কত প্রকার ও কি কি?
১৯. মাউস কি?
২০. ওএমআর (OMR) কি? ইহা কি কাজে ব্যবহৃত হয়?
২১. ওসিআর (OCR) কি? ইহা কি কাজে ব্যবহৃত হয়?

ভাইরাস ও এন্টিভাইরাস
০১. ভাইরাস কি? কয়েকটি ভাইরাসের নাম লিখ।
০২. ভাইরাস কারা তৈরি করেন? যারা ভাইরাস তৈরি করেন তাদেরকে কি বলা হয়?
০৩. ভাইরাস কম্পিউটারের কি কি ক্ষতি করতে পারে?
০৪. কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হওয়ার কয়েকটি লক্ষণ লিখ।
০৫. এন্টিভাইরাস কি? এন্টিভাইরাস কত প্রকার ও কি কি?
০৬. কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যারের নাম লিখ।
০৭. ভাইরাস ছড়ানোর প্রধান মাধ্যমগুলো লিখ।
০৮. VIRUS এর পূর্ণ রুপ কি?

ইন্টারনেট
০১. ইন্টারনেট ও ইন্ট্রানেট কি?
০২. ISP কি?
০৩. User কি?
০৪. সার্চ ইঞ্জিন কি?
০৫. ই-কমার্স কি?
০৬. টেলিকনফারেন্সিং কি?
০৭. ভিডিও কনফারেন্সিং কি?
০৮. ওয়াই-ফাই কি?
০৯. ভিওআইপি (VOIP) কি?
১০. মডেম কি? মডেম কত প্রকার ও কি কি?
১১. অনলাইন এবং অফলাইন কি?
১২. গুরুত্বপূর্ণ পাঁচটি ওয়েব অ্যাড্রেস লিখ।

নেটওয়ার্ক
০১. কম্পিউটার নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক কত প্রকার ও কি কি?
০২. LAN, MAN, PAN, WAN কি?
০৩. নোড, সার্ভার ও ওয়ার্কস্টেশন কি?

ই-মেইল
০১. ই-মেইল কি?
০২. ই-মেইল আইডি খোলা যায় এমন কয়েকটি মেইল সার্ভারের নাম লিখ
০৩. E-mail, CC, BCC এর পূর্ণরুপ কি?
০৪. User Name এবং Password কত ক্যারেক্টরের হতে পারে?
০৫. ই-মেইল অ্যাকাউন্টের কয়টি অংশ থাকে ও কি কি?

ওয়েবসাইট
০১. ওয়েব সাইট কি? ওয়েব সাইট কত প্রকার ও কি কি?
০২. ডাইনামিক ওয়েবসাইট কি?
০৩. স্ট্যাটিক ওয়েবসাইট কি?
০৪. ওয়েবপেজ কি?
০৫. ওয়েব ডিজাইন কি?
০৬. ওয়েব ব্রাউজার কি?
০৭. ওয়েব সার্ভার কি?
০৮. ওয়েবসাইট পাবলিশিং কি?
০৯. ডোমেইন কি?
১০. ওয়েব হোস্টিং কি?
১১. ডোমেন নেইম কি?
১২. www কি?
১৩. IP Address কি?
১৪. URL কি?
১৫. সার্চ ইঞ্জিন কি?
১৬. FTP কি?
১৭. HTTP কি?

HTML
০১. HTML কি?
০২. Notepad কি?
০৩. ফরম্যাটিং কি?
০৪. হাইপারলিংক কি?
০৫. বডি ট্যাগ কি?
০৬. হোম পেজ কি?

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
০১. তথ্য প্রযুক্তি কি?
০২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি?
০৩. বিশ্বগ্রাম বলতে কি বুঝায়?
০৪. ভিডিও কনফারেন্সিং কি?
০৫. টেলিমেডিসিন কি?
০৬. স্কাইপি কি?
০৭. আউটসোর্সিং কি?
০৮. ই-এডুকেশন কি?
০৯. স্মার্ট হোম কি?
১০. ব্লগ কি?
১১. ই-কমার্স কি?
১২. ভার্চুয়াল অফিস কি?
১৩. কৃত্রিম বুদ্ধমত্তা কি?
১৪. রোবট কি?
১৫. কম্পিউটার অপরাধ বা ক্রাইম কি?
১৬. সফটওয়্যার পাইরেসি কি?
১৭. সাইবার ক্রাইম কি?
১৮. হ্যাকিং কি?
১৯. হ্যাকার বলতে কি বুঝ?

কমিউনিকেশন সিস্টেম
০১. কমিউনিকেশন সিস্টেম কি?
০২. ডেটা কমিউনিকেশন সিস্টেম কি?
০৩. ব্যান্ডউইথ কি?
০৪. Data Transmission কি?
০৫. ডেটা ট্রান্সমিশন মোড কি?
০৬. মডুলেশন কি?
০৭. সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন কি?
০৮. সিনক্রোনাস ট্রান্সমিশন কি?
০৯. এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন কি?
১০. সিমপ্লেক্স মোড কি?
১১. হাফ-ডুপ্লেক্স মোড কি?
১২. ফুল-ডুপ্লেক্স কি?
১৩. ডেটা ট্রান্সমিশন স্পীড কি?
১৪. ব্লুটুত কি?
১৬. ওয়াই-ফাই কি?
১৭. ওয়াইমেক্স কি?
১৮. হটস্পট কি?
১৯. কম্পিউটার নেটওয়ার্ক কি?
২০. মোবাইল ফোন কি?
২১. মোবাইল ফোনের জনক কে?
২২. মোবাইল ফোনের সিম কার্ড কি?
২৩. সেল কি?
২৪. টপোলজি কি?
২৫. LAN কি?
২৬. ল্যান কার্ড কি?
২৭. ল্যান নেটওয়ার্ক কি?
২৮. মডেম কি?
২৯. হাব কি?
৩০. রাউটার কি?
৩১. সুইচ কি?
৩২. ব্রিজ কি?
৩৩. নেটওয়ার্ক টপোলজি কি?
৩৪. Core কি?
৩৫. ক্লাউড কম্পিউটিং কি?

ডাটাবেজ প্রোগ্রামিং
০১. ডেটাবেজ কি?
০২. ডেটাবেজ ম্যানেজমেন্ট কি?
০৩. ডেটাবেজ রিলেশন কি?
০৪. কর্পোরেট ডেটাবেজ কি?
০৫. প্রাইমারি কী কাকে বলে?
০৬. কী ফিল্ড কি?
০৭. Text ফিল্ড কি?
০৮. DML কি?
০৯. ইনফরমেশন কি?
১০. Entity বলতে কি বুঝ?
১১. ফরেন কি কাবে বলে?
১২. কুয়েরি ভাষা কি?
১৩. কুয়েরি কি?
১৪. রেকর্ড কি?
১৫. Sorting কি?
১৬. SQL কি?
১৭. ফরমেটেড রিপোর্ট কি?
১৮. রিলেশন ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি?
১৯. SQL Query কাকে বলে?
২০. One to Many রিলেশন কাকে বলে?
২১. Many to Many রিলেশন কাকে বলে?
২২. ডেটা সিকিউরিটি কি?
২৩. ডেটা এনক্রিপশন কি?

No comments:

Post a Comment